Happy Akshaya Tritiya 2022: বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানান এই মেসেজগুলি পাঠিয়ে :- Updated :- 09/06/2022 (অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের অন্যতম শুভ দিন গুলির মধ্যে একটি। এই দিনে সংসারে সুখ, সমৃদ্ধি বজায় রাখতে লক্ষ্মী-নারায়ণ ও কুবেরের পুজো করার রীতি প্রচলিত আছে, পাশাপাশি গাড়ি, বাড়ি, প্রপার্টি ও সোনা-রুপো কেনারও চল আছে। অক্ষয় তৃতীয়ায় বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশনের মতো শুভ কাজও সম্পন্ন হয়। বাংলা পঞ্জিকা অনুযায়ী, প্রতিবার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতেই অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হয়। এ বছর অক্ষয় তৃতীয়া বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১৯ বৈশাখ, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ০৩ মে উদযাপিত হবে।) (Akshay III is one of the auspicious days of Hinduism. On this day, Lakshmi-Narayan and Kubera are worshiped to maintain happiness and prosperity in the world, as well as cars, houses, property and gold.) {'অক্ষয়' শব্দের অর্থ 'যা ক্ষয় হয় না'। তাই মনে করা হয়, এই দিন যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে। এই শুভ দিনে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের শুভেচ্ছা জানানোর...