Subho Akshaya Tritiya Bangla
Updated on :- 08/06/2022
অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের অন্যতম শুভ দিন গুলির মধ্যে একটি। এই শুভ দিনে সুখ সমৃদ্ধি ও সুসাস্থ বজায় রাখতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করার পাশাপাশি অনেকেই সোনা ও রুপোর মতো মূলবান ধাতু কিনে থাকে। বাংলা পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লাতৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হয়। এই বছর অক্ষয় তৃতীয়া বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 19 শে বৈশাখ, মঙ্গলবার যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 3 May পালিত হবে। এই শুভ দিনে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের শুভেচ্ছা জানানোর জন্য নিচে দেওয়া Bengali Akshaya Tritiya Wishes গুলো ব্যবহার করুন। :-
শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা 2022 | Akshaya Tritiya Wishes In Bengali :-
অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের শুভেচ্ছা জানানোর উদ্যেশে আমরা আপনাদের জন্য ৩০ টি সেরা শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা বার্তা ও ছবি নিয়ে এসেছি। নিচে দেওয়া এই Subho Akshaya Tritiya Wishes গুলোকে হোয়াটস্যাপ ও ফেসবুকের মাধ্যমে প্রিয়জনদের পাঠিয়ে ঘরে বসেই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে দিন।অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের অন্যতম শুভ দিন গুলির মধ্যে একটি। এই শুভ দিনে সুখ সমৃদ্ধি ও সুসাস্থ বজায় রাখতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করার পাশাপাশি অনেকেই সোনা ও রুপোর মতো মূলবান ধাতু কিনে থাকে। বাংলা পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লাতৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হয়। এই বছর অক্ষয় তৃতীয়া বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 19 শে বৈশাখ, মঙ্গলবার যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 3 May পালিত হবে। এই শুভ দিনে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের শুভেচ্ছা জানানোর জন্য নিচে দেওয়া Bengali Akshaya Tritiya Wishes গুলো ব্যবহার করুন। :-
- (I have come up with 30 best Happy Akshay III greeting messages and pictures for you. Below is a list of the most popular Subho Akshaya Tritiya Wishes by sending them to your loved ones via WhatsApp and Facebook):-
অক্ষয় তৃতীয়ার এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
কামনা করি ঈশ্বরের আশীর্বাদে ভরে উঠুক সবার জীবন আনন্দে।
শুভ অক্ষয় তৃতীয়া :-
- (In this auspicious moment of Akshay III, I wish you all the best.
- May the blessings of God fill everyone's life with joy.
- Happy Akshay III)
কপি করুন
অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা,
মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা যেন আপনার সঙ্গে থাকে।
শুভ অক্ষয় তৃতীয়া :-
- (Best wishes to Akshay III,
- May the blessings of Mother Lakshmi always be with you.
- Happy Akshay III)
কপি করুন
আপনার ও আপনার পরিবারের সকলের জন্য রইল অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সহ অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা।
শুভ অক্ষয় তৃতীয়া :-
- (Lots of love and best wishes to you and all your family, including the wishes of Akshay III.
- Happy Akshay III)
কপি করুন
স্বপ্নগুলো সত্যি হোক,
সকল আশা পূরণ হোক,
দুঃখগুলো দূরে যাক,
সুখে জীবন ভরে যাক,
জীবনটা হোক ধন্য,
অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা
তোমার জন্য :-
- (Let the dreams come true
- May all hopes be fulfilled,
- Let go of sorrow
- Let's live happily ever after
- Blessed be the life,
- Greetings from Akshay III
- For you)
কপি করুন
অক্ষয় তৃতীয়া নিয়ে আসুক আনন্দ আর সুখ,
মুছে যাক সব বিষণ্ণতা আর দুঃখ।
শুভ অক্ষয় তৃতীয়া
কপি করুন :-
- subho akshaya tritiya in bengali
- (Let Akshay III bring joy and happiness,
- Let's get rid of all the sadness and grief.
- Happy Akshay III
- Copy)
এই অক্ষয় তৃতীয়া আপনার জীবনে
সুখ, সমৃদ্ধি ও সুসাস্থ নিয়ে আসুক,
এই আশা নিয়েই আপনাকে
শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাচ্ছি :-
- (This is the third in your life
- Bring happiness, prosperity and good health,
- With this hope you
- Happy Akshay III)
এই অক্ষয় তৃতীয়ায় ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিয়ে
একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলুন।
- (In this Akshay III with the blessings of Lord Vishnu
- Moving forward to a brighter future)
এই অক্ষয় তৃতীয়া তোমার জীবনে নিয়ে আসুক সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ।
পরিজনদের সঙ্গে এই দিনটি আনন্দের সাথে উদযাপন করো,
শুভ অক্ষয় তৃতীয়া
- (May this immortal third bring happiness, prosperity and good health in your life.
- Celebrate this day with your family,
- Happy Akshay III)
দুঃখ গুলো ভুলে গিয়ে
অক্ষয় তৃতীয়ার আানন্দে
মেতে উঠুক সবার মন
সবাইকে অক্ষয় তৃতীয়ার
শুভেচ্ছা ও অভিনন্দন।
- (Forgetting the sorrows
- In the joy of Akshay III
- Let everyone's mind rise
- Everyone is immortal third
- Greetings and congratulations)
অক্ষয় তৃতীয়ার উপলক্ষে ভগবান বিষ্ণু ও মা লক্ষি
আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক।
- (On the occasion of Akshay III, Lord Vishnu and Mother Lakshi
- May He grant you happiness and prosperity)
এই অক্ষয় তৃতীয়ায় ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিয়ে
একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলুন।
- (In this Akshay III with the blessings of Lord Vishnu
- Moving forward to a brighter )
(Subho Akshaya Tritiya)
Final Word
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য ধন্যবাদ, আসা করছি ওপরের Akshaya tritiya wishes in bangla গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
অনুগ্ৰহ করে নোট করবেন:- আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আরো অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা বার্তা পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন :-
- (Final Word
- Thanks for visiting our website, I am coming. If you like it, please comment in the comment box below)