Subho Akshaya Tritiya Bengali Sms
Happy Akshaya Tritiya 2022: বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানান এই মেসেজগুলি পাঠিয়ে :-
Updated :- 09/06/2022
(অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের অন্যতম শুভ দিন গুলির মধ্যে একটি। এই দিনে সংসারে সুখ, সমৃদ্ধি বজায় রাখতে লক্ষ্মী-নারায়ণ ও কুবেরের পুজো করার রীতি প্রচলিত আছে, পাশাপাশি গাড়ি, বাড়ি, প্রপার্টি ও সোনা-রুপো কেনারও চল আছে। অক্ষয় তৃতীয়ায় বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশনের মতো শুভ কাজও সম্পন্ন হয়। বাংলা পঞ্জিকা অনুযায়ী, প্রতিবার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতেই অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হয়। এ বছর অক্ষয় তৃতীয়া বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১৯ বৈশাখ, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ০৩ মে উদযাপিত হবে।)
- (Akshay III is one of the auspicious days of Hinduism. On this day, Lakshmi-Narayan and Kubera are worshiped to maintain happiness and prosperity in the world, as well as cars, houses, property and gold.)
{'অক্ষয়' শব্দের অর্থ 'যা ক্ষয় হয় না'। তাই মনে করা হয়, এই দিন যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে। এই শুভ দিনে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের শুভেচ্ছা জানানোর জন্য শেয়ার করে নিন বোল্ডস্কাই বাংলার দেওয়া এই মেসেজগুলো।}
- (The word 'indestructible' means 'that which does not decay'. Therefore, it is believed that any good deed done on this day is indestructible. To wish friends and relatives on this auspicious day, please share Boldsky Bangla.)
![]() |
Subho Akshaya Tritiya |
(পৃথিবী থেকে দূরীভূত হোক সব দুঃখ-কষ্ট, বাধা-বিপত্তি, পাপ-অন্যায়।
অক্ষয় তৃতীয়ার পূণ্য লগ্নে সবাইকে শুভেচ্ছা জানাই।)
- (Get rid of all the sorrows, obstacles, sins and injustices from the world.
- Greetings to all on the auspicious occasion of Akshay III.)
![]() |
Subho Akshaya Tritiya |
(পৃথিবী থেকে দূরীভূত হোক সব দুঃখ-কষ্ট, বাধা-বিপত্তি, পাপ-অন্যায়।
অক্ষয় তৃতীয়ার পূণ্য লগ্নে সবাইকে শুভেচ্ছা জানাই।)
- (Get rid of all the sorrows, obstacles, sins and injustices from the world.
- Greetings to all on the auspicious occasion of Akshay III.)
(মা লক্ষ্মীর কৃপা তোমার ও তোমার পরিবারের উপর সর্বদা থাকুক, পূরণ হোক মনের সকল চাওয়া পাওয়া। শুভ অক্ষয় তৃতীয়া)
- (May the grace of mother Lakshmi always be on you and your family, may all the desires of the mind be fulfilled. Happy Akshay III)
(দুঃখ কষ্ট ভুলে গিয়ে
অক্ষয় তৃতীয়ার আানন্দে
মেতে উঠুক সবার মন
সকলকে অক্ষয় তৃতীয়ার)
- (Forgetting sorrow
- In the joy of Akshay III
- Let everyone's mind rise
- All are immortal third)
শুভেচ্ছা ও অভিনন্দন।
FINAL WORD
এই অক্ষয় তৃতীয়ায় তোমার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক, দূর হোক সকল নৈরাশ্য, সকল গ্লানি। শুভ অক্ষয় তৃতীয়া
- (In this immortal third, may your life be filled with happiness and prosperity, may all despair, all filth be removed. Happy Akshay III)


