Subho Akshaya Tritiya Bengali Photo
Subho Akshaya Tritiya Bengali Photo
Akshaya Tritiya 2022: অক্ষয় তৃতীয়ার শুভ ক্ষণে প্রিয়জনদের শেয়ার করুন SMS, Wishes, Whatsapp Statusঅক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের শুভেচ্ছা জানানোর উদ্যেশে আমরা আপনাদের জন্য ৩০ টি সেরা শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা বার্তা ও ছবি নিয়ে এসেছি। নিচে দেওয়া এই Subho Akshaya Tritiya Wishes গুলোকে হোয়াটস্যাপ ও ফেসবুকের মাধ্যমে প্রিয়জনদের পাঠিয়ে ঘরে বসেই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে দিন।
অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের অন্যতম শুভ দিন গুলির মধ্যে একটি। এই শুভ দিনে সুখ সমৃদ্ধি ও সুসাস্থ বজায় রাখতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করার পাশাপাশি অনেকেই সোনা ও রুপোর মতো মূলবান ধাতু কিনে থাকে। বাংলা পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লাতৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হয়। এই বছর অক্ষয় তৃতীয়া বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 19 শে বৈশাখ, মঙ্গলবার যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 3 May পালিত হবে। এই শুভ দিনে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের শুভেচ্ছা জানানোর জন্য নিচে দেওয়া Bengali Akshaya Tritiya Wishes গুলো ব্যবহার করুন।
Akshaya Tritiya